বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সৌদির আভা বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলায় আহত ৯

২ জুলাই, রয়টার্স, এসপিএ : সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় নয় জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার ভোররাতে হামলাটি হয় বলে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা। হামলায় আহতদের মধ্যে একজন ভারতীয় ও বাকি আট জন সৌদি নাগরিক এবং তারা সবাই বেসামরিক বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র মাধ্যমে দেয়া ওই বিবৃতিতে ইয়েমেনে লড়াইরত বাহিনীটি জানিয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে তারা। প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সম্প্রতি হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, আভা বিমানবন্দরে ‘বড় অভিযান’ চালিয়েছে তারা।

হামলার পর আভা বিমানবন্দরে ফের বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন।

গত মাসে আভা বিমানবন্দরে চালানো আরেকটি ড্রোন হামলায় সৌদি আরবের বসবাসকারী এক সিরীয় নাগরিক নিহত হয়েছিল। ওই হামলারও দায় স্বীকার করেছিল হুতিরা।

অনলাইন আপডেট

আর্কাইভ