শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিজয়-নাঈমের ব্যাটে বিপর্যয় এড়াচ্ছে বাংলাদেশ

 স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দলের মধ্যে প্রথম চারদিনের ম্যাচটি খুলনায় শুরু হয়েছে। শুক্রবার ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করে শুরুতেই বিপর্যয়ে স্বাগতিক ‘এ’ দল। তবে এনামুল হক বিজয় ও নাঈম শেখের ব্যাটে বিপর্যয় কাটাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম সেশনে তারা ৩  উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়ক নাসির জামাল বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ 'এ' দল। দলের খাতায় মাত্র ২ রান হতেই বিদায় নেন দলের দুই ব্যাটসম্যান ওপেনার ইমরুল কায়েস ও জাকির হোসেন। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ইয়ামিন আহেমদ জালির প্রথম ওভারেই আউট হন দুজনেই। ওভারের দ্বিতীয় বলে অনেক বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হন ইমরুল। আর ওভারের শেষ বলে এলবিডব্লিউর ফাদে পড়েন জাকির হোসেন। এরপর ভালো করতে পারেন নি রকিবুল হাসানও। ওই ১৪ বলে ৪ রান করে আউট হন তিনি। বোলার সেই একই ইয়ামিন। এরপর অবশ্য এনামুল হক বিজয় ও নাঈম শেখ ব্যাটিংয়ে দৃঢ়তা দেখান। প্রথম সেশন শেষে এ দুজন অপরাজিত থাকেন। প্রথম সেশনে বাংলাদেশ 'এ' দল ৩ উইকেট হারিয়ে ৭২ রান করে। নাইম শেখ ৬৭ বলে ৩৮ রানে ও এনামুল হক বিজয় ৪৭ বলে ২৬ রানে অপরাজিত আছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ