শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রামগতিতে ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক প্রদান

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্ত ২৯২টি পরিবারের মাঝে প্রায় দেড় কোটি টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার পাঁচ হাজার টাকা করে পান। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এ অনুদান দেয়।
অনুদান বিতরণ উপলক্ষে গতকাল রোববার বিকেলে উপজেলা সদরের আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। লক্ষ্মীপুরের জেলাপ্রশাসক অঞ্জন চন্দ্র পাল এতে প্রধান অতিথি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এতে উপস্থিত ছিলেন। গত ৪ মে দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ফণি আঘাত হানে। ওই দিন ভোরে ফণির তা-বে রামগতিতে আনোয়ারা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হন। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়, ভেঙে পড়ে অসংখ্য গাছপালা।

অনলাইন আপডেট

আর্কাইভ