শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মাগুরায় ক্রিকেটার লিসান খুনের দুই আসামী গ্রেফতার

মাগুরা সংবাদদাতা : মাগুরার ক্রিকেটার লিসান খুনের দুই আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হচ্ছে রবীন (১৮) পিতা রেজাউল শেখ ও হাসান (১৮) পিতা ফারুক হোসেন সাং  নিজনান্দুয়ালী। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। মাগুরায় রোববার দুপুরে প্রকাশ্য দিবালোকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র লিসানকে মটর সাইকেল থামিয়ে খুন করা হয়। সে সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুরণো বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।
পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে ক্রিকেটার লিসানুর রহমান লিসান (১৬) তার সহপাঠি দিপু এবং হাসানকে সঙ্গে নিয়ে শিবরামপুর এলাকা থেকে মটর সাইকেল চালিয়ে শহরের দিকে ফিরছিল। পথে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে ওই গ্রামের টিপু মিয়ার ছেলে সোহেল তাদের মটর সাইকেল থামিয়ে লিসানের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বন্ধু দিপুও গুরুতর আহত হয়। ঘটনার পরপর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে লিসানের মৃত্যু হয়। সোমবার সকালে মাগুরা থানায় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান। হত্যা রহস্য উঘাটন হয়েছে। আসামীদের দু’জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের হাতে তুলে দেয়া হবে। তিনি মাগুরার জনগণকে উদবিগ্ন না হবার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আহসান হাবীব ও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ