ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী সন্দেহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সংগ্রাম অনলাইন ডেস্ক: কুষ্টিয়া সদর উপজেলার হড়রা এলাকায় শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম (৪০) সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে। পু‌লিশের দা‌বি, তিনি একজন চি‌হ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি অস্ত্র ও ৫টি মাদক মামলা রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাসির উদ্দিনের ভাষ্য, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদরের হড়রা এলাকায় মাদক ব্যবসায়ীর দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘন্টা ‘বন্দুকযুদ্ধ’ চলার পর মাদক ব্যবসায়ীরা পিছু হাটতে বাধ্য হয়।

ওসির দাবি, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জান‌া যায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি এলাকার ‌চি‌হ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধারের কথাও জানায় পুলিশ।- ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ