বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

এস-৪০০ না কিনতে ভারতকে রাজি করাতে চাইছে আমেরিকা

২২ জুলাই, পার্সটুডে : রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে ভারতকে রাজি করাতে চাইছে আমেরিকা। ওয়াশিংটন বলছে, রাশিয়া থেকে এ ব্যবস্থা কিনলে তাতে আমেরিকার জন্য কিছু সমস্যা তৈরি হবে। ভারত ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন একথা জানিয়েছেন।

ভারত ও রাশিয়া ২০১৮ সালে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চুক্তি করে। ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেও দিল্লি ৫৪৩ কোটি ডলার মূল্যের এ চুক্তি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালের শেষ দিকে ভারতের কাছে রাশিয়া এস-৪০০ সরবরাহ করবে বলে কথা রয়েছে।

কমান্ডার ডেভিডসন বলেন, “আমরা ভারতে মার্কিন সামরিক সরঞ্জাম দেখতে চাই; এতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক দারুনভাবে উন্নত হবে। এস-৪০০’র ইস্যুটি অবশ্যই বড় কিছু, এ নিয়ে আমরা আলোচনা অব্যাহত রাখতে চাই এবং আমার মনে হয় তারাও তাই চায়।”

 কলোরাডোর নিরাপত্তা ফোরামে দেয়া বক্তৃতায় অ্যাডমিরাল ডেভিডসন এসব কথা বলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ