মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪
Online Edition

‘ওয়ার্ল্ড স্কিল ডে’ পালিত

বাগেরহাট সংবাদদাতা: ‘জীবন ও কাজের জন্য শিখতে শেখা, এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ‘ওয়ার্ল্ড স্কিল ডে’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকৈ একটি র‌্যালি বের হয়। বিভিন্ন সড় প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করে র‌্যালিতে অংশগ্রহনকারীরা। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল। এসময় বক্তব্য দেন, বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশে বর্তমানে আট কোটি কর্মক্ষম যুবক রয়েছে। এ যুব সমাজকে কাজে লাগিয়ে সমৃদ্ধির শিখরে পৌঁছানো সম্ভব। তাই যুব সমাজকে এগিয়ে নিতে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ