বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

এবার ৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে ক্রিকেটে দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পৌছালেন মুশফিকুর রহিম। এর আগে দেশের পক্ষে তামিম ইকবাল আর সাকিব আল হাসান এই ৬ হাজার রান ক্লাবে নাম লেখান। ১৮২ ইনিংসে তামিম ছুঁয়েছিলেন ছয় হাজার রানের মাইলফলক। সাকিবের লেগেছিল ১৯০ ইনিংস। মুশফিকুর রহিমের ওয়ানডেতে ছয় হাজার রান পেতে লাগল ২০১ ইনিংস। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম গতকালপেয়েছেন ছয় হাজার রান। ৫৯৯২ রান নিয়ে কলম্বোতে গতকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছিলেন মুশফিক।  আগের ম্যাচে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করা মুশফিক এই ম্যাচেও দলকে একাই টানছেন। এই ম্যাচে মুশফিক করেছেন ৯৮  রান। মাত্র ২ রানের জন্য পাননি আরো একটি সেঞ্চুরি। ২২তম বলে আকিলা ধনাঞ্জয়ার ওভারে এক রান নিয়ে মুশফিক পৌঁছান মাইলফলকে। স্কোরবোর্ডে রান ছিলনা। তাই ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার আনন্দ স্পর্শ করল না মুশফিকের।   ড্রেসিংরুমের দিকে গ্লাভস তুলে  সতীর্থদের অভিনন্দনের জবাব দেন শুধু। কলম্বোর সাইটস্ক্রিনেও মুশফিককে জানানো হয় অভিনন্দন।  ৩৬.০৭ গড়ে ক্যারিয়ার জুড়ে রান করেছেন মুশফিক।  ৭টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে তার ৩৬টি হাফ সেঞ্চুরি।  সর্বোচ্চ রান শ্রীলংকার বিপক্ষে ১৪৪। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তামিমের।  ২০৩ ম্যাচে ৬৮৯০ রান করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।  ২০৬ ইনিংসে সাকিবের রান ৬৩২৩। গতকাল দলের বিপর্যয়েও হাল ধরেছেন মুশফিক। এক প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, অন্যপ্রান্তে দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন একজন। এমন লড়াই তিনি এর আগেও অনেকবার করেছেন। তবে বাংলাদেশের বিপদের মুহূর্তে এ ধরনের লড়াইয়ের অবশ্যই মূল্য আছে। দলকে যে চরম লজ্জার হাত থেকেও রক্ষা করেছেন তিনি! ফলে ক্যারিয়ারের লম্বা পথ পাড়ি দিয়ে গতকাল তিনি পৌঁছে গেলেন আরও একটি এভারেস্ট উচ্চতায়। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি পৌঁছে গেলেন ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের উচ্চতায়। গতকাল ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৮ রান প্রয়োজন ছিল মুশফিকের। তামিম ইকবাল আর সৌম্য সরকার আউট হওয়ার পর মাঠে নেমে ২০তম বল খেলেই, ধনঞ্জয়া ডি সিলভাকে স্কয়ার লেগে ঠেলে দিয়েই ছয় হাজার রানে পৌঁছে যান মুশফিক। এরপর অবশ্য থেমে থাকেননি বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। পৌঁছে যান হাফ সেঞ্চুরির মাইলফলকে। ৭১ বল খেলে মাত্র ২টি বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান মুশফিক।

অনলাইন আপডেট

আর্কাইভ