শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

১ দিনে ৩৫ কোটির বেশি গাছ লাগিয়েছে ইথিওপিয়া

৩০ জুলাই, ডিবিসি নিউজ : বিশ্বব্যাপী যখন কমছে গাছের সংখ্যা, তখন এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ইথিওপিয়া। ১ দিনে ৩৫ কোটির বেশি গাছ লাগিয়েছে দেশটি। এই কর্মসূচির মধ্য দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে দাবি করে ইথিওপিয়া সরকার।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রুখতে এধরনের উদ্যোগ নেয় ইথিওপিয়া সরকার। বিশাল এই কর্মসূচির নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহম্মেদ। ইথিওপিয়ার বিভিন্ন এসব গাছ রোপনে সরকারি কর্মচারিরাও অংশ নেন।

জাতিসংঘের হিসেব অনুযায়ী একবিংশ শতাবদিতে এসে ইথিওপিয়ার বনভূমির হার ৩৫ শতাংশ থেকে মাত্র ৪ শতাংশ থেকে ঠেকেছে।

বিজ্ঞানী অধ্যাপক স্যামুয়েল জেলেটা বলেন, সারা বিশে^ই পরিবেশ রক্ষার বিষয়টি উপেক্ষিত। ইথিওপিয়ায় আরো ভয়াবহ। ইথিওপিয়া যত সমস্যা ও দুর্ভিক্ষ তার সবই পরিবেশ রক্ষা ঘাটতির জন্যই হচ্ছে।

একদিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ড বর্তমানে ভারতের। ২০১৬ সালে ৮ লাখ স্বেচ্ছসেবকের সহযোগিতায় ১ দিনে ৫ কোটি গাছ লাগিয়েছিলো দেশটি।

অনলাইন আপডেট

আর্কাইভ