ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ফিলিস্তিনি জনগণ স্বাধীন রাষ্ট্র গঠনের বাইরে অন্য কিছু মেনে নেবে না: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

সংগ্রাম অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ আশতায়া বলেছেন, মার্কিন সরকারের ধারণা চাপ প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে নতিস্বীকারে বাধ্য করতে পারবে। তাদের জানা উচিত ফিলিস্তিনি জনগণ মুক্তি, স্বাধীনতা এবং স্বাধীন রাষ্ট্র গঠনের বাইরে অন্য কিছু মেনে নেবে না।

আশতায়া ফিলিস্তিনের রামাল্লায় আন্তর্জাতিক সোশালিস্ট সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন।বর্তমান মার্কিন সরকার হচ্ছে আহাম্মক।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরও বলেন, বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কখনোই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখা ঠিক হবে না।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব সময় ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ বায়তুল মুকাদ্দাসের সুরবাহার গ্রামে বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করেছে নেতানিয়াহুর বাহিনী।

তিনি বর্তমান মার্কিন সরকারকে আহাম্মক বলেও আখ্যায়িত করেন।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ