শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বগুড়া আদালত চত্বরে আওয়ামী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ॥ দুই পিপিসহ আহত ১০

 

বগুড়া অফিস : বগুড়া আদালত চত্বরে আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। শোকদিবসের কর্মসূচী পালন কেন্দ্র করে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ বগুড়া শাখার গৃহিত কর্মসূচী পালনে এক পক্ষকে না জানানোর কারনে অন্য পক্ষ ক্ষুব্ধ হয়। এরই জের ধরে আদালত চত্বরে দুপুর ১২টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় সংগঠনের সাধারন সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২ এর বিশেষ পিপি নরেশ মুখার্জি, যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১ এর বিশেষ পিপি আশেকুর রহমান সুজন সহ কমপক্ষে ১০জন আহত হন। তারা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আদালত পাড়ায় উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে আইনজীবীদের সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে। উল্লেখ্য, বগুড়া জজ কোর্টের সাবেক পিপি রেজাউল করিম মন্টুর সাথে বতর্মান পিপি আব্দুল মতিনের মধ্যে নানা কারনে দ্বন্দ চলে আসছে। সেই দ্বন্দের জের ধরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে জানান আওয়ামী আইনজীবীরা।

ধুনটে শহীদ গোলাম রব্বানী  ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ : বগুড়া জেলা বিএনপির আহবায়ক, বগুড়া সদরের সংসদ সদস্য ও শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। তারা বিনা ভোটের সরকার হয়ে দেশ চালাচ্ছে। তাই এ সরকার বেশীদিন টিকবে না। তাদের পতন হবেই। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি বৃহস্পতিবার বগুড়া জেলার ধুনট উপজেলার বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি সিরাজের পিতা সাবেক এমপি শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যোগে ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ত্রান বিতরনের আগে উক্ত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও এমপি সিরাজের পুত্র  আসিফ রব্বানী বলেন, এ রাষ্ট্রের পচন ধরেছে। তরুনদের দেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে। আমি জনগনের সুখে দুঃখে পাশে থাকব। দলের নেতাকর্মী সবাই দূর্গতদের পাশে দাঁড়ান। ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সদস্য গোলাম মাহবুব প্যারিস, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু,  তৌহিদুল আলম মামুন, আতিকুল করিম আপেল, আব্দুল মতিন মন্ডল, আলীমুদ্দিন হারুন মন্ডল, আব্দুল খালেক মন্ডল, মোখফিজুর রহমান বাচ্চু, খাদেমুল ইসলাম, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, রানা প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ