মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

ইরানে হামলা করলে চোরাবালিতে আটকা পড়বে আগ্রাসীরা-ইমরান খান

৫ আগস্ট, ফার্স নিউজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের পরিণতির বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইমরান খান এক টিভি সাক্ষাৎকারে বলেছেন ইরানে হামলা করলে হামলাকারীরা চোরাবালিতে আটকা পড়বে।

তিনি আরো বলেন, আমি ইরানের শহীদি সংস্কৃতির সঙ্গে পরিচিত। বিশ্বের নেতৃবৃন্দের উচিত হবে না ইরানকে অন্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে ফেলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে তা তাদের বোঝা উচিত। ইমরান খান বলেন, তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। আমেরিকা ইরানের তেল বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলেছে, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

পাকিস্তান হচ্ছে ইরানের একটি প্রতিবেশী দেশ। ইরানের পাশাপাশি আমেরিকা ও সৌদি আরবের সঙ্গেও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ