শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেলেন গেইল

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্রিস গেইল করতে পেরেছেন মাত্র ১১ রান। আর সেটাই তাকে রেকর্ডবুকের অনন্য একটা জায়গায় সবার ওপরে তুলে দিল। ওয়ানডে ক্রিকেটে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের মালিক। ছাড়িয়ে গেছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাকে। আরেকটি মাইলফলক দিয়েই গেইল ম্যাচটা শুরু করেছিলেন। এটা ছিল তার ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে ম্যাচ। আর তাতে তিনি ছাড়িয়ে গেলেন লারাকে। লারার ৫০ ওভারের ক্রিকেটে রান হলো ১০,৩৪৮। আর গেইলের রান ১০,৩৫৩। এমন দিনে স্বয়ং লারাও টুইটারে অভিনন্দন জানিয়েছেন গেইলকে। যদিও গেইলের জন্য স্মরণীয় এই ম্যাচটা ক্যারিবিয়ানদের জন্য স্মরণীয় হলো না। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫৯ রানে জয় পায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আর এটাই হবে গেইলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপ শেষেই ক্রিস গেইল বলেছিলেন, চূড়ান্ত বিদায়ের আগে আরেকটা টেস্ট অন্তত খেলতে চান তিনি। কিন্তু, গেইলকে সেই সুযোগ দেননি ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। ভারতের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি এই ব্যাটিং দানবকে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ