বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

লৌহজং শিমুলিয়া ঘাটে বাসে অতিরিক্ত ভাড়া আদায়

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে রাজধানী মূখী কর্মস্থলে ফেরা মানুষের ভীর এখনো কমেনি। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও ঘাট এলাকায় ভোগান্তির শিকার এ রুটে চলাচলকারী যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এ রুটের দুটি পরিবহনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করা হয়েছে। বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের সাথে কথা বলে জানাযায় বেশি ভাড়া না দিলে যাত্রীদের বাসে উঠতে দেওয়া হয় না। গতকাল রবিবার সকাল থেকেই দক্ষিণ বঙ্গের ২১ জেলার রাজধানীমূখী কর্মস্থলে ফেরা মানুষের ভীর দেখা গেছে শিমুলিয়া বাস টার্মিনালে। দুপুরের পর থেকে যাত্রীদের চাপ আরো বাড়তে থাকে। এ সুযোগে শিমুলিয়া (মাওয়া) থেকে ঢাকার যাত্রাবাড়ি ও নয়াবাজার-গুলিস্থানগামী যাত্রীবাহি বাস গুলোয় অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ  মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করেন ২ টি পরিবহন থেকে। এ সময়ে লৌহজং থানা পুলিশের সহযোগিতায় যাত্রীদের নিকট হতে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছেন ইলিশ ও আপন এ দুই পরিবহন। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, শিমুলিয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. হিলাল উদ্দিন সহ অনেকে।
শিমুলিয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. হিলাল উদ্দিন জানান, ঈদ পরবর্তি এ ঘাটে যাত্রী চাপ বৃদ্ধি পায় তাই আমরা সব দিকেই নজর রাখছি, যাত্রীদের যেন কোন প্রকার ভোগান্তিতে পরতে না হয়। পুলিশ বাহিনী ও ভ্রাম্যমান আদালত রয়েছে। ইলিশ পরিবহনের একটি বাস ও আপন পরিবহনের আরেকটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে ৫ হাজার করে ২ টি বাস থেকে বিকাল সাড়ে ৩ টার দিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ