শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছড়া

শিউলি ফুলের কন্যা

শেখ বিপ্লব হোসেন

 

হঠাৎ রোদে করুণবোধে শিউলি ফুলের  কন্যা,

মায়ের শোকে ভাইয়ের শোকে বইছে চোখে বন্যা।

 

দূরের গাঁয়ে গেছে মায়ে যেথায় তারায় ভরা,

তাই তো খুকি ভীষণ দুখি মন যেন তাই মরা।

 

ভাই যে ছিলো  নিখোঁজ হলো মাকে খেলো কাকে,

একলা একা ফুলখুকিটা কেমন করে থাকে?  

 

মাথার ছাতা ছিলো পিতা রাজার ঘরে বন্দি;

কালোর সাথে দিন কি রাতে হয়নি বলে সন্ধি।

 

দিনের শেষে ফুলটি এসে পড়লো ভীষণ  জ্বরে,

মায়ের শোকে ভাইয়ের শোকে ধুলায় নুয়ে পড়ে ! 

 

 

ছোট্ট বলে

হুমায়ুন আবিদ

 

জোনাকপোকা জোনাকপোকা

আমায় তুমি বলো

কেমন করে রাত্রি হলে

মিটমিটিয়ে জ্বলো।

 

প্রজাপতি প্রজাপতি 

এমন রঙিন ডানা

কোথায় পেলে বলোনা ভাই

দিবো মিষ্টি খানা।

 

ফড়িং ছানা ফড়িং ছানা

সবুজ ঘাসের বুকে

তিড়িংবিড়িং লেজ নাড়িয়ে

নাচো কিসের সুখে।

 

দোয়েল পাখি দোয়েল পাখি

সূর্য জাগার আগে

মিষ্টি সুরে শিস কেনো দাও

বসে ফুলের বাগে।

 

জানো আমি ছোট্ট বলে 

সবাই করে হেলা

তোমরা যদি বন্ধু হতে

খেলতাম সারা বেলা।

 

ভালবাসি

মুন্সি আব্দুল কাদির

 

ভালবাসি খাল বিল

ঝর্ণার গান

ভালবাসি বায়ু পানি

মাওলার দান ।

 

ভালবাসি ফুল ফল

ফসলের ঘ্রাণ

ভালবাসি দানা পানি

ভরে দেয় প্রাণ ।

 

ভালবাসি চাঁদ তারা

প্রভাতের হাসি

ভালবাসি রোদ মেঘ

দুই পাশাপাশি ।

 

ভালবাসি নদ বন

ফসলের মাঠ

ভালবাসি মাঝি পাল

তিতাসের ঘাট ।

 

ভালবাসি তাপ হিম

সূর্যের নূর

ভালবাসি রিম ঝিম

বৃষ্টির সুর ।

 

 

পরম বন্ধু

নুশরাত রুমু

 

গাছ মানুষের পরম বন্ধু

গাছের কাছে ঋণী

বৃক্ষ, তরু অনেক নামে

গাছকে আমরা চিনি।

 

বনজ আর ফলজ গাছ

দেখি সারাদেশে

ঔষধি গাছ লাগাও সবে

রোগ পালাবে হেসে।

 

আসবাবপত্র বানাই যত

গাছের কাঠকে দিয়ে

নিধন হচ্ছে বনের গাছও

চুরি করে নিয়ে।

 

পরিবেশের ভারসাম্য

থাকবে না আর ভাই

চলো সবাই আজকে থেকে

অধিক গাছ লাগাই।

 

অনলাইন আপডেট

আর্কাইভ