শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ও লেভেল পরীক্ষায় মেয়র আইভী পুত্র সারজিলের কৃতিত্ব

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (ও লেভেল) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ছেলে কাজী সারজিল হায়াৎ। সে নারায়ণগঞ্জের অন্যতম ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল ‘এবিসি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে ২০১৯ সালের ‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নিয়েছিল। সারজিল মোট ১১ বিষয়ের মধ্যে ৮টি বিষয়ে নতুন গ্রেডিং পদ্ধতির সর্বোচ্চ নবম গ্রেড ও বাকি ৩টি বিষয়ে পেয়েছে অষ্টম গ্রেড।

গত ৯ আগস্ট ব্রিটিশ কাউন্সিল সারা বিশ্বে এক যোগে ও লেভেল (IGCSE) পরীক্ষার ফল প্রকাশ করে। ফলাফল থেকে জানা যায়, সারজিল হায়াৎ হিসাব বিজ্ঞান বিষয়ে ১৫০ নম্বরের মধ্যে পেয়েছেন ১১৫, বাংলায় ১০০ নম্বরের মধ্যে ৮৬, রসায়নে ১৮০ নম্বরের মধ্যে ১৫৯, বাণিজ্য বিষয়ে ১৬০ নম্বরের মধ্যে ১০১, ইংরেজি ভাষা শিক্ষা ‘বি’তে ১০০ নম্বরের মধ্যে ৭০, অর্থনীতিতে ১৬০ নম্বরের মধ্যে ১০২, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ২০০ নম্বরের মধ্যে ১৫৮, গণিত এ’তে ২০০ নম্বরের মধ্যে ১৯৫, গণিত বি’তে ৩০০ নম্বরের মধ্যে ২৮৭, পদার্থ বিজ্ঞানে ১৮০ নম্বরের মধ্যে ১৫৮, উচ্চতর বিশুদ্ধ গণিতে ২০০ নম্বরের মধ্যে ১৮৯ নম্বর পেয়েছেন।

উল্লেখ্য, জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) বা ‘ও’ লেভেল পরীক্ষার ফল মূল্যায়নে নতুন গ্রেডিং পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত ‘ও’ লেভেল পরীক্ষায় শিক্ষার্থীর অর্জিত ফল ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। এতদিন এ পরীক্ষার ফল লেটার গ্রেডে প্রকাশ করা হতো। যেমন- এ স্টার, এ, বি, সি ইত্যাদি। নতুন গ্রেডিং পদ্ধতি ইংরেজি ভাষার দক্ষতা নির্ণয়কারী টেস্ট আইইএলটিএসের ফলের মতো সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থী পাবে ৯, পর্যায়ক্রমে তা ১ পর্যন্ত হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ