ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

রুমিন ফারহানার বিষয়ে মুখ খুললেন ড. আসিফ নজরুল

সংগ্রাম অনলাইন ডেস্ক: সামাজিক মাধ্যম ফেসবুকে এবার ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়ে মুখ খুললেন ড. আসিফ নজরুল।তিনি বলেছেন, যারা রুমিনের সমালোচনা করছেন, তাদের উচিত আগে ভোট চোরদের সমালোচনা করা।

আসিফ নজরুল বলেন, রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি। তবে তার সমালোচনা করার আগে অন্তত একশত বার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে। 

পারবেন? না পারলে রুমিনের সমালোচনা করার কোন অধিকার আপনার নেই। কারণ রুমিন তাদের তুলনায় কোন অপরাধই করেননি। তিনি শুধু ভুল করেছেন, নৈতিকতার দিক দিয়ে অশুদ্ধ কাজ করেছেন। 

রুমিনকে সমালোচনা করার অধিকার আছে কেবল দুধরনের মানুষের। ১) যারা নিশঙ্ক চিত্তে সবার সব ধরনের অপকর্মের সমালোচনা করেন ২) বিএনপির সেসব ত্যাগী কর্মীদের যারা বিশ্বাস করেছিলেন যে রুমিন সংসদে গেছেন শুধুমাত্র সরকারের অপকর্ম তুলে ধরতে আর খালেদা জিয়ার মুক্তির দাবী তুলতে। 

আর রুমিন, আপনি আপনার ভুল শিকার করে নিন। আপনি সাধারন নাগরিক বা আইনজীবী হিসেবে জমির জন্য আবেদন করলে দোষ ছিল না। আপনাদেরই ভাষায় অবৈধ সংসদের এমপি হিসেবে আপনি এ আবেদন করতে পারেন না।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ