শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শাহজাদপুরে শরৎকালের শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

শাহজাদপুরের কৈজুরী হাট ব্রিজের নিচে হুরাসাগর তীর জুড়ে কাঁশফুল দোল খাচ্ছে

এম,এ, জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : ঋতু পরিবর্তনে এখন বইছে শরৎকাল। শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। শরতে জেগে উঠেছে গোটা প্রকৃতি। আর এই প্রকৃতিকে বর্ণিল করে তুলতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্নস্থানে ফুটেছে শরতের কাঁশফুল। শরতের অন্যতম আকর্ষণ কাঁশবন। শরতের বিকালে নীল আকাশের নিচে করতোয়া, হুরাসাগর আর যমুনা নদীর অববাহিকায় দোলা খাচ্ছে শুভ্র কাঁশফুল। এ যেন খ- মেঘের নিরুদ্দেশ যাত্রা, প্রকৃতিতে এখন চলছে শুভ্র সুন্দর কাশবনের মন মাতানো রূপের খেলা। সরে জমিনে ঘুরে, যমুনা তীরের কৈজুরী হাট পয়েন্টে শরতের কাঁশফুলের এ রূপ সহজেই যে কারো চিত্তে দোলা দিচ্ছে। হুরাসাগর নদীর তীরের চর বাচড়া, বড় বাচড়া পয়েন্টেও সারি সারি কাঁশ ফুলের সমারহো। যেন সাদা শাড়ী পড়ে কাউকে অভিভাধন জানাতে প্রস্তুত কাঁশ ফুল। তাইতো শরতের বন্দনায় অসংখ্য কবি, সাহিত্যিক বিমোহিত হয়েছেন বারবার। লিখেছেন কবিরা, গল্পসহ নানা গান। বর্ষা শেষে শরৎ আসে বলেই গাছের পাতারা হয় আরও স্নিগ্ধ, সজীব। চোখ মেললেই দেখা হয় বুনো ফুলের মাঝে রুপসী প্রজাপতি কিংবা ফড়িংয়ের সাথে। আকাশে ধবধবে সাদা মেঘের শতদল আর মাটিতে মৃদু বাতাসে দোল খাওয়া কাশফুল যে চোখ ধাঁধানো সৌন্দর্য তা না দেখলে বোঝা যাবেনা। দিগন্ত বিস্তৃত যমুনার বুকে জেগে উঠা চরে কাঁশফুল নিমিষেই মুগ্ধ করছে। তাই প্রতিদিন বিকেল হলেই প্রেমিক-প্রেমিকা, তরুণ, তরুণীরা যমুনা ও হুরাসাগর নদীর পাড়ের কাঁশবনে ভীড় জমাচ্ছে তারা। দু’চোখ ভরে শুভ্রতা দেখার বাসনা হোক আর কাশবনের সাদা ক্যানভাসে নিজেকে ছবির ফ্রেমে বন্দী করার ইচ্ছেই হোক, দল বেঁধে ছুটে আসছে বার বার। শাহজাদপুর শহরের কলোহল ছেড়েও অনেকেই পরিবার নিয়ে ছুটে আসছেন যমুনা পাড়ে কাঁশফুলের রাজ্যে। হাঁটতে হাটতে অনেকেই ক্ষনিক হারিয়ে যান জীবনের ফেলে আসা দুঃখ ব্যথা। স্মৃতির পাতায় অনেকেই হারিয়ে যাচ্ছেন নিজের ফেলে আসা শৈশবের নদীর ধারের কাঁশবনে। অনেকে নৌকায় চরে কাঁশফুল ও সৌন্দর্য্য উপভোগ করছেন। এ ব্যাপারে, কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহÑ প্রধান শিক্ষক কবি গগন চন্দ্র ঘোষ জানান, শরৎ হচ্ছে শুভ্রতা ও পবিত্রতার প্রতীক। শুভ্র-সফেদ কাশ ফুলের ঢেউয়ের দোলা, এমন স্বর্গীয় দৃশ্যের দেখা মেলে প্রতি বছর এই শরৎ কালেই। মেঘ আর রোদের কানামাছি খেলার মাঝে বৃষ্টিও অংশ নিচ্ছে। যেন মানুষকে স্বাগণ জানাতে কাশফুল ‘সাদা ডালি’ সাজিয়ে বসে আছে। তবে ঋতুর রাণী শরতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল। পুরো শরৎজুড়ে আকাশে নিল-সাদা মেঘের ভেলা মুগ্ধতা ছড়াবে আমাদের প্রকৃতিতে।

অনলাইন আপডেট

আর্কাইভ