শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জাপানে ঝড়ে প্রাণহানি

৯ সেপ্টেম্বর, এনএইচকে, বিবিসি : জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফাসাই। গতকাল সোমবার ভোরে তীব্র বেগে ঝড়টি আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ ২০৭ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এটি উপকূলে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী টোকিওর কাছেই একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী টোকিওর দু’টি বিমানবন্দরে ১৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করে দেয় কর্তৃপক্ষ। রেল পরিষেবায়ও বিঘ্ন ঘটে। বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারে নিমজ্জিত হন ৯ লাখ ১০ হাজার ঘরবাড়ির বাসিন্দারা। 

অনলাইন আপডেট

আর্কাইভ