শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশকে হারিয়ে নবীন টেস্ট দল আফগানিস্তানদের ইতিহাস

নুরুল আমিন মিন্টু, চট্টগ্রাম ব্যুরো : ১৯ বছরের অভিজ্ঞ বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে নবীন টেস্ট দল আফগানিস্তান ইতিহাস গড়েছেন। এটি তিন বছরের নবীন আফগানদের তৃতীয় টেস্টে দ্বিতীয় জয়। এই নিয়ে দশ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হারের রেকর্ড গড়ল বাংলাদেশ। বাংলাদেশ দলের দুর্বল ব্যাটিং ও বোলিংয়ে চট্টগ্রাম টেস্টে দারুণভাবে বিপর্যস্ত ছিল স্বাগতিকরা। আফগান দলের লেগ স্পিনরা দারুণ বোলিং করেছেন। সফরকারীদের ব্যাটসম্যানরা বাংলাদেশের অফ স্পিনারদের ভালোভাবে সামাল দিয়ে ভালো রান করে। প্রথম ইনিংসে আফগানরা করে ৩৪২ রান। জবাবে বাংলাদেশ করে ২০৫ রান। এতে ১৩৭ রানে এগিয়ে যায় আফগানরা। দ্বিতীয় ইনিংসে আফগানরা করে ২৬০ রান এবং জবাবে ১৭৩ রান করেছে বাংলাদেশ। ফলে ২২৪ রান হারলো বাংলাদেশ।
শেষ উইকেটে ৩.৩ ওভার পর্যন্ত টিকে থাকলে খেলার ফলাফল ভিন্ন হতে পরতো। কিন্তু আফগান স্পিনার রশিদ খানের বলে অসহায় হয়ে পড়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যান সৌম্য সরকার ও নাঈম হাসান। ফলে যা হবার তাই হলো। ঐতিহাসিক বিজয় নিয়ে মাঠ ছাড়েন আফগানরা। অথচ দিনের দুই তৃতীয়াংশ খেলা বৃষ্টির কারণে বন্ধ ছিল। এরপরও লজ্জাজনক হার থেকে বাঁচতে পারলোনা বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের শেষ দিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি থামে সাড়ে ১১টার দিকে। আর এরপর সুপার সপার নিয়ে মাঠ শুকানোর কাজ শুরু হয় পৌনে ১২ টার দিকে। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন শেষে জানায় ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। তবে বৃষ্টির পর দুই ওভার খেলা হলে আবারও বৃষ্টির হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়।
উইকেটে অপরাজিত ছিলেন ৪৪ রানে সাকিব আল হাসান এবং ২ রানে সৌম্য সরকার। বিকাল ৪টা ২০ মিনিটে আবারো ম্যাচটি শুরু হয়। ৪৬.৪ ওভারে, জহির খানের বলে আফসার জাজাই’র ক্যাচে পরিণত হয় সাকিব। ৫৪ বলে ৪টি বাউন্ডারিতে ৪৪ রান নিয়েছেন তিনি। তখন ৭ উইকেটে রান ১৪৩।
৫৫.৩ ওভারে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। ২৮ বলে ১টি বাউন্ডারিসহ ১২ রান করেছেন  তিনি। ৮ উইকেটে রান ১৬৬। ৫৭.৩ ওভারে রশিদ খানের বলে আবারো এলবিডব্লিউ হন তাইজুল ইসলাম। ৬ বলে রানের খাতা খেলতেই পারেননি তিনি। ৯ উইকেটে রান ১৬৬। ৬১.৪ ওভারে আবারো রশিদ খানের বলে ইব্রাহিম জাদরানের তালুবন্দি হন সৌম্য সরকার। ৫৯ বলে ২টি বাউন্ডারিতে ১৫ রান করেছেন তিনি। ১০ উইকেটে রান ১৭৩। ৮ বলে ১ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান। আফগানদের পক্ষে আগের দিনে ৩ উইকেট পাওয়া রশিদ খান আরো ৩টি, ২ উইকেট পাওয়া জহির খান আরো ১টি উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন আফগান দলে অধিনায়ক রশিদ খান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তাান ১ম ইনিংস: ৩৪২
বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫
আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮, আগের দিন ১৩৬/৬) ৬১.৪ ওভারে ১৭৩ (সাকিব ৪৪, সৌম্য ২, মিরাজ ১৫, তাইজুল ০, নাঈশ ১*; ইয়ামিন ৪-১-১৪-০, নবি ২০-৫-৩৯-১, রশিদ ২১.৪-৬-৪৯-৬, জহির ১৫-০-৫৯-৩, কাইস ১-০-৬-০)।

অনলাইন আপডেট

আর্কাইভ