বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি

 

সংসদ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এ অধিবেশনের সমাপ্তি ঘটে। স্পীকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্র্রপতি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠ কওে শোনান। সাংবিধানিক বিধান রক্ষার্থে এ অধিবেশন আহবান করা হয়েছে। এ অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৪দিন। এ অধিবেশনে ১টি বিল পাস হয়েছে।  ৭১বিধি অনুযায়ী ১৫৮টি নোটিশ পাওয়া গেছে। তার মধ্যে ৩টি গৃহিত হয়েছে এবং ৩টি আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য উত্তরদানের জন্য ৭০টি প্রশ্ন পাওয়া গেছে। তার মধ্যে ১৮টির উত্তর দেয়া হয়েছে। অন্যান্য মন্ত্রীদের জন্য ১ হাজার ৫৫৩টি প্রশ্ন পাওয়া গেছে। তারমধ্যে ৪৫২টির উত্তর দেয়া হয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ