শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

পশ্চিমবঙ্গের কোনও মানুষকে কাঁটাতারের ওপারে যেতে দেয়া হবে না----সেলিম

১৭ সেপ্টেম্বর, পার্সটুডে : ভারতের পশ্চিমবঙ্গের কোনও মানুষকে কাঁটাতারের ওপারে যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মাদ সেলিম। গত সোমবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাদকুল্লায় দলীয় জনসভায় তিনি ওই মন্তব্য করেন।

মুহাম্মাদ সেলিম বলেন, বামপন্থীরা পশ্চিমবঙ্গের একটি মানুষকেও কাঁটাতারের ওপারে যেতে দেবে না। শেষবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব। জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে বিজেপি’র হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা (বিজেপি) বলছে বাংলা থেকে নাকি দু’কোটি মানুষকে তাড়িয়ে দেবে। আমরা বলছি, বামপন্থিরা জীবন থাকতে একজনকেও কাঁটাতারের ওপারে যেতে দেবে না।’

অসমে এনআরসি তালিকার বাইরে থাকা মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনও একটি পরিবারের বাবা, মা ও ছেলে রয়েছে। তাদের তিনজনকে তিনটে ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এটা খুব অদ্ভুত ব্যাপার!

মুহাম্মাদ সেলিম বলেন, এরআগে এনআরসি তালিকা থেকে ৪১ লাখ মানুষের নাম বাদ দেয়া হয়েছিল। এবার চূড়ান্ত তালিকায় এক ধাক্কায় তার থেকে ২২ লাখ নাম কমিয়ে দেয়া হয়েছে। ১৯ লাখ মানুষের নাম এনআরসি তালিকার বাইরে রয়েছে। তাঁর প্রশ্ন- তাহলে যে ২২ লাখ মানুষ এতদিন হয়রানির শিকার হলেন, তাঁদের কাছে কি মোদি সরকার ক্ষমা চেয়েছে?

গত (শনিবার) সন্ধ্যায় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে দলীয় সমাবেশে মুহাম্মাদ সেলিম এনআরসি প্রসঙ্গে বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, ‘আমরা আগেও বলেছি এনআরসি ঠিকমত করতে হবে। কোনও ভারতীয় যাতে তালিকার বাইরে না থাকে। কাউকে কাঁটাতারের ওপারে পাঠানো চলবে না। এই দেশটা অমিত শাহ বা  মোদির বাপের না। এদেশটা আমাদের সকলের।’

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘পূর্ববাংলা থেকে যেসব রোহিঙ্গা ও মুসলিমরা এসেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকে। এখানে ভোটার হয়ে ভারতের উন্নয়নে বাধা দিতে চায়, লুঠ করতে চায়, আইনশৃঙ্খলায় সমস্যা করতে চায়, এখানকার প্রকৃত নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করতে চায়। এটা আমরা করতে দেবো না। সেজন্য প্রায় ২ কোটি ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম’ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এরমধ্যে প্রায় এক কোটি এখন পশ্চিমবঙ্গে আছে। বাকি এক কোটি লোক এখান থেকে চেন্নাই, মুম্বাই, দিল্লি, জম্মু পর্যন্ত পৌঁছে গেছে। এদের প্রত্যেককে আমরা চিহ্নিত করব।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘এনআরসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে এবং আজ হোক, কাল হোক ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে,  যে বিদেশিদের হয়ে উনি কথা বলছেন তাঁদেরকে গলাধাক্কা দিয়ে বের করব।’

এখানকার যেসব নেতা ওদের পক্ষে কথা বলবেন সুদসহ তাদেরকেও ওদের সঙ্গে পার করব বলেও দিলীপ ঘোষ মন্তব্য করেন। দিলীপ বাবুর এধরণের মন্তব্যের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাঁর সমালোচনায় সোচ্চার হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ