ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ২ বাড়ি ঘেরাও, আটক ৩

সংগ্রাম অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতরাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দম্পতিসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিনের ছেলে জামাল উদ্দিন (২৫), ফরিদ উদ্দিন রুমি (২৭) ও তার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “গভীর রাত থেকে ফতুল্লার তক্কার মাঠ এলাকার দুটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশের সদস্যরা। ইতিমধ্যে একজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়েছে।”

 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জঙ্গিরা এখানে লুকিয়ে আছে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে তারা বাড়িটি ঘিরে ফেলেন।

‘ঢাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিট ঘটনাস্থলে আসা মাত্রই বাড়িটিতে অভিযান শুরু করা হবে,’ যোগ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন বলেন, “বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়েছে। তারা বাড়িটিতে তল্লাশি চালাবে। বোমা আছে কী না নিশ্চিত করার পর বিস্তারিত জানানো হবে।”

সূত্র: ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ