শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচও ড্র

স্পোর্টস রিপোর্টার : শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হলো। হাম্বানতোতায় দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা ২ উইকেটে ৩৫৭ রান করলে শেষ হয় গতকালের খেলা। দুই ম্যাচের সিরিজের প্রথমটিও হয়েছিল ড্র। কোনও উইকেট না হারিয়ে ১২৬ রানে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। পাথুম নিসানকা ও সঙ্গীত কুরের উদ্বোধনী জুটি ভাঙে ২১৯ রানে। ৫০ রানে খেলতে নামা কুরে ৮৯ রান করে রিশাদ হোসেনের শিকার হন। ১২ চারে এই ওপেনারের ১৮৮ বলের ইনিংস থামে পেছনে নুরুল হাসান  সোহানের গ্লাভসবন্দী হয়ে। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে আরও একটি শক্ত জুটি গড়েন নিসানকা। দেড়শ ছাড়ানো ইনিংসকে ডাবল  সেঞ্চুরি বানাতে ব্যর্থ হন লঙ্কান ওপেনার। মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে রান আউট হন তিনি। ১৯২ রানে তাকে রান আউট করেন  মেহেদী হাসান মিরাজ। নিসানকার ৩০৭ বলের ইনিংসে ছিল ২০ চার ও ১ ছয়। কামিন্দুর সঙ্গে অধিনায়ক আশান প্রিয়াঞ্জন অপরাজিত জুটিতে দিন শেষ করেন। কামিন্দু ৬৭ ও প্রিয়াঞ্জন ৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় এই প্রথম শ্রেণির ম্যাচে বাংলাদেশের উল্লেখযোগ্য পারফরম্যান্স করেন মিরাজ ও অধিনায়ক মুমিনুল হক। মিরাজ প্রথম ইনিংসে নেন ৭ উইকেট, ব্যাট হাতে ১১৭ রান করেন মুমিনুল। এছাড়া ওপেনার সাদমান ইসলামের ব্যাটে আসে ৭৭ রান। প্রথম ইনিংসে শ্রীলংকার ২৬৮ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যর্থ সফরকারী বোলাররা। হাম্বানতোতায় আগামী বুধবার শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অনলাইন আপডেট

আর্কাইভ