বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আর্জেন্টিনা-জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচ ড্র

চোটে জর্জর জার্মানি ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি। বর”শিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে তাদের র”খে দিয়েছে আর্জেন্টিনা। বুধবার প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পায়নি জার্মানি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন দলের কেউ জায়গা পাননি একাদশে। দলে নতুন মুখ ছিলেন রবিন কোচ ও লুকা ওয়াল্ডশুমিট। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও অদম্য চেষ্টায় প্রথমার্ধে দাপট দেখায় জার্মানরা। জ্যাশ গিন্যাবরি ১৫ মিনিটে এগিয়ে দেন স্বাগতিকদের। লুকাস ক্লোসতারমানের নিচু ক্রস থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে জাতীয় দলের হয়ে ১১ ম্যাচে দশম গোল করেন বায়ার্ন মিউনিখ তারকা। ৭ মিনিট পর তার স্লাইড পাসে গোলমুখের সামনে থেকে সহজে লক্ষ্যভেদ করেন জাল খুঁজে পান বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার কাই হাভের্তজ। মার্সেল হ্যালস্টেনবার্গের বাঁ পায়ের ফ্রি কিক ক্রসবারে আঘাত করলে ব্যবধান ৩-০ হয়নি। আর্জেন্টিনার রোদ্রিগো দে পলের দূরপাল্লার শট লাগে বাঁদিকের পোস্টে। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। নিষেধাজ্ঞায় এই ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির। ছিলেন না আনহেল দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরো। বিরতির পর দলে বদল আনতেই পাল্টে যায় আর্জেন্টিনা, বদলি ডিফেন্ডার মার্কোস আকুনার ভাসানো ক্রসে দুর্দান্ত হেডে ৬৬ মিনিটে গোল শোধ দেন পাউলো দিবালার পরিবর্তে মাঠে নামা লুকাস আলারিও। চার নবাগতকে নিয়ে গড়া জার্মানি শেষ দিকে ছন্দ হারায়। সেই সুযোগে আর্জেন্টিনা দ্বিতীয় গোল আদায় করে আরেক বদলি খেলোয়াড় লুকাস ওকামপোসের সৌজন্যে। ৮৫ মিনিটে বক্সের মধ্যে জার্মানদের প্রতিরোধের মুখে পড়ে তাকে ছোট পাস দেন আলারিও, গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের ডানপাশ দিয়ে জালে বল জড়ান ওকামপোস। খালি চোখে স্কোরলাইন বলছে ম্যাচের ফলাফল ২-২ গোলে ড্র। আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচটিতে জেতেনি কোনো দলই। একদম সত্য। তবে ম্যাচটিকে দুই ভাগে ভাগ করলেই হয়তো দেখা যাবে দুই অর্ধে জিতেছে দুই দল। নব্বই মিনিটের ম্যাচের প্রথমার্ধে যেখানে সর্বেসর্বা ছিলো জার্মানি, সেখানে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরেছে আর্জেন্টিনা। তাই তো প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় জার্মানি, দ্বিতীয়ার্ধে শোধ করে ম্যাচের ফলাফল ড্রতেই নামিয়ে আনে আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের টানা খেলার ধকল ও ইনজুরির বাধা মিলিয়ে দুই দলেই ছিলো না নিয়মিত মুখদের উপস্থিতি। আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে, স্কোয়াডে জায়গা না পাওয়ায় খেলা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোদের। এছাড়া জার্মানিতেও ছিল না তারকাদের উপস্থিতি। এ সুযোগটা অবশ্য দার”ণ কাজে লাগিয়েছে দুই দলেরই তর”ণ, উদীয়মান খেলোয়াড়রা। আগামী ১৩ অক্টোবর এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাই খেলবে জার্মানি। একই দিন প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ