শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চকরিয়া সিটি হাসপাতালের উদ্যোগে শাহারবিল মাদরাসায় চিকিৎসা ক্যাম্প

চকরিয়া সংবাদদাতা: চকরিয়া শাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য চকরিয়া সিটি হাসপাতালের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাত্র ২০টাকা রেজিষ্ট্রেশন ফিস দিয়ে দিনব্যাপি এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান হয়। বুধবার সকাল ১০টায় এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. জুবাইদুল হক। এতে অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক (বাংলা) জিললুর রহমান, হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা ফরিদুল আলম, মাদরাসার প্রভাষক হেলাল উদ্দিন, শাহিনুর সোলতানা, মাওলানা মোহাম্মদ হাসান, এস.এম হেলাল উদ্দিন, আ.ফ.ম ইকবাল হাছন, মাস্টার মো. ফজলে এলাহী, মফিজ উদ্দিন কাশেম, আবু হানিফ চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ। দিনব্যাপি এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চকরিয়া সিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশু, সার্জারী ও মেডিসিন রোগে অভিজ্ঞ ডাঃ শেখ দেলোয়ার আলম জিলানী ও আবাসিক মেডিকেল অফিসার মহিলা, স্ত্রী ও গাইনী রোগে অভিজ্ঞ ডাঃ রোজিনা আক্তার নিপা। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বেশ কজন নার্স দিনব্যাপি চিকিৎসা ক্যাম্প সফল করে তোলার কাজে দায়িত্ব পালন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ