শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দিনমজুর রুহুল আমিনের চিকিৎসায় সাহায্যের আদেন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : আপনার সামান্য আর্থিক সহযোগিতায় কেলয়েড নামক মরণব্যাধি থেকে সূস্থ্য হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন রুহুল আমিন নামে এক দিনমজুর যুবক। অসুস্থ দিনমজুর রুহুল আমিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের আব্দুল বারিকের ছেলে।  দৈনিক মজুরী হিসেবে রুহুল আমিন ঢাকার একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন। কেলয়েড নামক মরণব্যাধির কারণে তাঁর দেহে পর্যাপ্ত ক্যালসিয়াম তৈরি না হওয়ার ফলে তাঁর মেরুদন্ডের জয়েন্টের স্থানে ক্যালসিয়াম শূন্যতা সৃষ্টি হয়েছে। ক্যালসিয়াম শূন্যতা সৃষ্টি হওয়ার কারণে তাঁর দেহের মেরুদন্ডের বাম ও ডান দিকের হাড়গুলো অন্য হাড়ের সাথে জয়েন্ট হতে চলেছে। দুই দিকের হাড় এক সাথে জয়েন্ট হয়ে যাওয়ার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। দিনদিন তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলছেন। ধীরে ধীরে তাঁর শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। গত দুই বছর আগে রুহুল আমিন ঢাকার এ্যাপেলো হসাপাতালে ডাঃ সুমন কুমার রায়ের কাছে মেরুদন্ড ও পায়ের চিকিৎসা করেন। ডা. সুমন কুমার রায়ের কাছে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হয়ে না উঠার ফলে ঢাকার আনোয়ারা খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. মো. মতিউর রহমানের নিকট চিকিৎসা নেন। তাতেও তিনি সুস্থ না হওয়ার কারণে ডা. মো. মতিউর রহমান পরামর্শ দেন ভারতে গিয়ে চিৎিসা নেওয়ার। তাঁরপর রুহুল আমিন নিজের ৪ শতক বসতবাড়ি বিক্রি করেন এবং আত্মীয়-স্বজনের নিকট টাকা ধানদেনা করে ভারতের কলকাতা কোথারি মেডিকেল হাসপাতালে অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. দিপক রায় চৌধুরীর নিকট চিকিৎসা গ্রহণ করেন। ৩ মাস পরপর তিনি ৩ বার ভারতে চিকিৎসা করতে যান। এতেও সুস্থ হয়ে না উঠার ফলে পুনরায় কোথারি মেডিকেল হাসপাতালে অর্থপেডিক (সার্জন) ডা. আরভিন্দ কুমার কালিয়ানির নিকট চিকিৎসা গ্রহণ করতে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জরুরিভাবে মেরুদন্ডের অপারেশন করার পরামর্শ দেন। তাঁর অপারেশন করতে দেড় লক্ষাধিক টাকা খরচ হবে বলে ডাক্তার জানিয়েছেন। জরুরিভাবে অপারারেশন করতে না পারলে দিনমজুর তাঁর দুটি পায়ের শক্তি হারিয়ে ফেলাসহ মেরুদন্ডের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করতে পারেন বা মৃত্যুও হতে পারে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে গিয়ে সে তাঁর সব সম্বল হারিয়ে ফেলেছে। আর্থিক সংকটের কারণে রুহুল আমিন তাঁর দুই শিশু সন্তান, স্ত্রীর ও নিজের ভোরণ-পোষণ এবং চিকিৎসা ব্যয় বহনে তিনি বর্তমানে নিরুপায় হয়ে পড়েছে। তিনি বর্তমানে বিনা চিকিৎসায় বাড়িতে ধুকেধুকে মরতে বসেছে। বর্তমানে রুহুল আমিনের পক্ষে এত টাকা খরচ করে তাঁর চিকিৎসা করা দুর্বিষহ হয়ে পড়েছে। এমতাবস্তায় দিনমজুর রুহুল আমিন তাঁর সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। রুহুল আমিনের চিকিৎসার সাহায্য পাঠাতে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করা যাবে ০১৭৪৪৬০৪১৭২ নম্বরে এবং সাহায্য পাঠানো যাবে বিকাশ (পারশোনাল) ০১৭৭৬৯১২১৫০, রকেট (পারসোনাল)-০১৭৮০৯১৯০৫০৮।

অনলাইন আপডেট

আর্কাইভ