শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

কৃতী শিক্ষার্থীদের দেশ পরিচালনার জন্য যোগ্য হয়ে উঠতে হবে

 

সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশের কল্যাণে নিজকে নিয়োজিত করতে হবে। সর্বোপরি মানব কল্যাণে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। আজ বিকেল ৪টায় হোটেল আগ্রাবাদ, চট্টগ্রাম এর ইছামতি হলে চিটাগাং কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন কর্তৃক এসোসিয়েশনের সদস্যদের কৃতি সন্তানদের জন্য আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া উপরোক্ত বক্তব্য রাখেন।

এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম হাউস, চট্টগ্রাম এর কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা মায়েদের। কারণ সিএন্ডএফ পেশায় নিয়োজিত পিতারা সকাল থেকে রাত পর্যন্ত নিজ পেশায় ব্যস্ত থাকেন। তাঁদের পক্ষে সন্তানদের সময় দেয়া সম্ভব হয় না। তিনি ভবিষ্যতে মেধার স্বাক্ষর রেখে মা-বাবা ও দেশের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে নিজেকে গড়ে তোলার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এসোসিয়েশনের সাংস্কৃতিক শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু)। এছাড়া কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহাদিয়া আলম আরিয়া ও নুসরাত ফৌজিয়া খানম মৌ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ৬৪ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট, সনদ ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সিএন্ডএফ এজেন্ট ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ