শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

পর্যটকের সঙ্গে প্রতারণা করায় দিল্লীতে ট্যাক্সিচালক গ্রেপ্তার

২২ অক্টোবর, এনডিটিভি : উৎসবের কারণে শহরের সবকিছু অচল হয়ে পড়েছে- এমনটা জানিয়ে এক মার্কিন পর্যটকের কাছ থেকে ৯০ হাজারেরও বেশি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে দিল্লির এক ট্যাক্সিচালককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

মার্কিন নাগরিক জর্জ ভেনমেটার গত ১৮ অক্টোবর দিল্লিতে নেমেই ওই ট্যাক্সিচালক ও তার সাঙ্গপাঙ্গদের হাতে প্রতারিত হন বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের এ পর্যটক দিল্লির পাহারগঞ্জের একটি হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলেন। জর্জের অভিযোগ, দিল্লিতে নামার পর ওই ট্যাক্সিচালক তাকে পাহারগঞ্জে নিয়ে যাওয়ার কথা বলে কাছাকাছি একটি সড়কে নিয়ে যান, যেটি পুলিশের দেওয়া ব্যারিকেডে বন্ধ ছিল।

“সড়কটি দেখিয়ে চালক উৎসবের কারণে দিল্লির সব রাস্তা বন্ধ হয়ে গেছে জানিয়ে ওই পর্যটককে কনাট প্লেসের ভুয়া একটি ট্রাভেল এজেন্সিতে নিয়ে যান। ওই এজেন্সির কর্মীরা মার্কিন পর্যটককে বলেন, পুরো শহরই অচল হয়ে পড়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ