শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

স্মিথের ব্যাটে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ দারুণ খেলে মঙ্গলবার ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বলতে গেলে একাই উড়িয়ে দেন। স্মিথের ৫১ বলে অপরাজিত ৮০ রানে ইনিংসে ১৫১ রানের লক্ষ্য ৭ উইকেট ও ৯ বল হাতে রেখে টপকে যায় অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে স্মিথের হাতে।

 এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। আসছে শনিবার পার্থে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ১১ বলে ২০ রান করে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হন ডেভিও ওয়ার্নার।

টানা চার ইনিংস অপরাজিত থাকার পর অবশেষে আউট হলেন ওয়ার্নার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৭ রান করে ইরফানের শিকার হন। তৃতীয় উইকেটে বেন ম্যাকডারমটের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন স্মিথ। ম্যাকডারমট দলীয় ১০৬ রানে ইমাদ ওয়াসিমের বলে আউট হন। ২২ বলে ২১ রান করেন তিনি। এরপর অ্যাশন টার্নারকে নিয়ে বাকি কাজ সারেন স্মিথ। ৩৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়ে এনে দেন সহজ জয়। ৫১ বলে ৮০ রানের ইনিংসটি স্মিথ সাজান ১১ বাউন্ডারি ও এক ছক্কায়। টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ৫ ম্যাচে ৪ জয় পেলে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের উল্টো চিত্র। শেষ ৫ ম্যাচে ৪ হার।

এর আগে ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম করেন ৩৮ বলে ৫০ রান। প্রথম টি-টোয়েন্টিতেও ফিফটি হাঁকিয়েছিলেন বাবর। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ছয়ে নামা ইফতিখার আহমেদের কল্যাণে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ৩৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন ইফতিখার। যাতে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশটন আগার ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট। প্যাট কামিন্স ১ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ১৯ রান।

অনলাইন আপডেট

আর্কাইভ