শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মধ্যযুগের পুঁথিসাহিত্য এবং বঙ্গাব্দের অবস্থান

- এ বি এম ফয়েজ উল্যাহ : 

(গত সংখ্যার পর)

(৩৮) ‘অবকাশ রঞ্জিনী’। কবি নবীন চন্দ্র সেন। চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে জন্ম। রচনার তারিখ -১২৮৪ সন (১৮৭৭ খ্রীঃ)। ‘অমিতাভ ’। ১৩০২ সন (১৮৯৫ খ্রীঃ)।

 ‘অমৃতাভ’। শ্রী চৈতন্যের নবদ্বীপ লীলার কাহিনী। তারিখ-১৩০৪ সন, (১৮৯৭ খ্রীঃ)। ‘খৃস্ট’। হজরত ঈসা (আঃ) জীবনী। তারিখ- ১২৯৭ বাংলা। (১৮৯০ খ্রীঃ)।

(৩৯) ‘রঘুবংশ’। কবি নবীন চন্দ্র দাস। চট্টগ্রামে জন্ম।রচনার তারিখ-১২৯৮ বাঙলা, (১৮৯১ খ্রীঃ)। ‘আকাশ কুসুম’। রচনার তারিখ - ১২৯০ বাঙলা, (১৮৮৩ খ্রীঃ)।

(৪০) ‘সাবিত্রী’। কবি শশাঙ্ক মোহন সেন। জন্মস্থান-চট্টগ্রাম। রচনার তারিখ -১৩১৬ ( ১৯০৯ খ্রীঃ)।

‘স্বর্গে ও মর্ত্ত্যে’। তারিখ -১৩১৯ (১৯১২ খ্রীঃ)।

‘বিমানিকা’। তারিখ -১৩৩১(১৯২৪ খ্রীঃ)।

আবদুল করিম সাহিত্যবিশারদ ও তাঁর সংগৃহীত কতিপয় পুঁথির সন তারিখ।

সাহিত্যবিশারদের জন্ম ২৫ আশ্বিন ১২৭৮ বাংলা (১৮৭১ খ্রীঃ)।

তবে তাঁর ভ্রাতুষ্পুত্র অধ্যাপক আহমদ শরীফের কাছে সাহিত্যবিশারদের জন্ম-পত্রিকা রক্ষিত আছে। এই কোষ্ঠীতে তাঁর জন্ম সন ১২৩৩ মঘী তথা ১৭৯৩ শকাব্দ ২৫ শে আশ্বিন।

(৪১) ‘পদ্মাবতী’। মহাকবি আলাওল।

একটি পান্ডুলিপিতে ভনিতা পাওয়া গেছে।

“যুগ ভুগ তার রস সব্দ নিত্য দসা,

যেজন তাহাতে রত পুরিবেক আসা।। ভারতীয় লিপিবিদ্যাবিশারদ পন্ডিত হরিদাস পালিত মহাশয়ের মতে

 ‘যুগ ভুগ তার রস’ একটি তারিখ এবং ‘সব্দ নিত্য দসা’ আর একটি তারিখ। তাঁর মতে ‘শব্দ নিত্য দসা’র সংখ্যা ১০১৩। ডাঃ হক এবং সাহিত্যবিশারদের মতে ১০১৩ মঘীসন। (১৬৫১ খ্রীঃ)। কিন্তু সুলতান আহমদ ভূঁইয়ার হিসেবে এই সংখ্যা ১০৬২ এবং তা হিজরী সন। (১৬৫১ খ্রীঃ)।

এ’ছাড়া সাহিত্যবিশারদ কর্তৃক

সংগ্রহীত দুটি লিপিকৃত পুঁথির তারিখ পাওয়া গেছে।

(ক) চক্রশালার শ্রী ডোমন মহোরীর কাছ থেকে। ইপতিদা লাগায়ত সন ১৩৫৬ মং ইতি সন ১৩৫৮ মং (মঘী) তারিখ ১৬ আগ্রান।অর্থাৎ ১৭৯৪/১৭৯৬ খ্রীঃ)।

(খ) ‘ পদ্মাবতী’ সম্পূর্ণ পুঁথি।কাপড়ের মলাট। লিপিকাল- ১২১৯ মঘী। (১৮৫৭ খ্রীঃ)।

(চলবে)

অনলাইন আপডেট

আর্কাইভ