ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

পূবালী ব্যাংকের এটিএম বুথের যন্ত্রাংশ খুলে টাকা চুরি

সংগ্রাম অনলাইন ডেস্ক: কুমিল্লায় পূবালী ব্যাংকের এটিএম বুথের যন্ত্রাংশ খুলে টাকা চুরি করেছে দুই ব্যক্তি। ডিএমপির নিজস্ব সংবাদ পোর্টালে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর কুমিল্লার পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ খোয়া যায়।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুটি বুথে চুরির ঘটনা ঘটেছে। আট লাখ টাকার বেশি খোয়া গেছে। এ ব্যাপারে ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে।’

বুথ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি অভিনব কৌশলে এটিএম বুথের যন্ত্রাংশ খুলে টাকা হাতিয়ে নিচ্ছেন।

পুলিশ ওই দুজনের ছবি প্রকাশ করেছে। পুলিশ তাঁদের খুঁজছে।

দুজনের নাম, ঠিকানা ও পেশা সম্পর্কে জানানোর অনুরোধ করেছে পুলিশ।

এ ব্যাপারে তথ্য জানাতে ফোন করতে বলা হয়েছে খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনারের নম্বরে। নম্বরটি হলো ০১৭১৩৩৯৮৫৯৬।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মে ও ১ জুন রাজধানীতে ডাচ্-বাংলা ব্যাংকের কয়েকটি বুথ থেকে একই পদ্ধতিতে টাকা চুরি করে ইউক্রেনের কয়েকজন নাগরিক।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূবালী ব্যাংকের বুথ থেকে টাকা তুলে নেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। আগের ঘটনার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে।

ডিএস/এএইচ

 

অনলাইন আপডেট

আর্কাইভ