চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১৫ সদস্য আটক
সংগ্রাম অনলাইন ডেস্ক: মহানগরীর কোতোয়ালি থানার এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে ছিনতাইকারী চক্রের ১৫ সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই ও চুরি হওয়া ১২টি মোবাইল ফোন সেট ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চিরুনি অভিযান চালিয়েছে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই সংঘবদ্ধ এবং পেশাদার ছিনতাইকারী। এদের মধ্যে কেউ ছুরি মেরে, কেউ ভয় দেখিয়ে, আবার কেউ যাত্রী সেজে ছিনতাই করেন।- ইউএনবি
ডিএস/এএইচ