ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

একক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী কনজারভেটিভ পার্টি

সংগ্রাম অনলাইন ডেস্ক: চলছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট-গণনা। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফল অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। ৬২৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪টি আসন।

অন্যদিকে লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন।খবর বিবিসির।

শতকরার হিসেবে কনজারভেটিভ দল পেয়েছে ৪৩.৬ এবং বিরোধী লেবার পার্টি পেয়েছে ৩২.২ শতাংশ আসন।

নিবার্চনে জয়ী হয়ে বরিস জনসন ভোটারদের আস্থার প্রতিদান দেয়ার অঙ্গীকার করে বলেছেন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ইইউ থেকে বের হওয়ার পথ সুগম হলো, এর মধ্যে আর কোন যদি বা কিন্তু নেই।তিনি এই বিজয়কে নতুন ভোর হিসেবে অভিহিত করেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

সূত্র:বিবিসি নিউজ

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ