ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

‘নীচু জাতের হয়ে বিরিয়ানি বিক্রি করায় হামলার শিকার যুবক

সংগ্রাম অনলাইন ডেস্ক: দিল্লির গ্রেটার নয়ডা এলাকায় ‘নিচু' জাতের মানুষ হয়েও বিরিয়ানি বিক্রি করার অপরাধে(?) প্রকাশ্যে বেদম মার খেতে হলো এক যুবককে। কথিত উচু জাতের একদল ব্যক্তি এ ঘটনা ঘটায়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ‌হামলাকারীদের একজনকে বলতে শোনা যায়, নীচু জাতের হয়েও বিরিয়ানি বিক্রি করার কাজ করে ওই যুবক দুঃসাহস দেখিয়ে ফেলেছে। দিল্লি থেকে ৬৬ কিলোমিটার দূরে রবুপুরায় বিরিয়ানি বিক্রি করতে গিয়ে ওই আক্রমণের মুখে পড়েন আক্রান্ত যুবক। ভিডিওয় দেখা যাচ্ছে তাঁর ছোট্ট কিয়স্কের সামনে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁকে এলোপাথাড়ি চড় ও ঘুষি মারছে অভিযুক্তরা। আশপাশের মানুষ নীরব দর্শকের ভূমিকায়।

এক অভিযুক্তকে শোনায় যায় জাতিবৈষম্যমূলক কথাবার্তা বলে ওই বিরিয়ানি বিক্রেতাকে ক্ষমা চাইতে বলতে।

৪৩ বছরের ওই বিরিয়ানি বিক্রেতার নাম লোকেশ। শুক্রবার তাঁকে নিগ্রহের ঘটনাটি ঘটে। তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

গ্রেটার নয়ডার এক সিনিয়র পুলিশ আধিকারিক রণবিজয় সিংহ সংবাদ সংস্থা এএনআইকে জানান‌, ‘‘আমরা গতকাল ভিডিওটি দেখেছি। তদন্ত শুরু হয়েছে। আক্রান্তকে চিহ্নিত করা গিয়েছে। বিস্তারিত ভাবে জানতে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়।''

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদানকারী বলিউডের অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকর এই ঘটনার প্রতিবাদে টুইট করেন।

হিন্দিতে করা তাঁর টুইটে তিনি লেখেন, ‘‘ভয়ানক! আমরা, ভারতীয় হিসেবে এই ধরনের ঘটনার স্পর্শ বাঁচিয়ে চলতে পারি না। এটা আমাদের সভ্যতা/ সংস্কৃতি নয়। এবং এটা ‘সব কা সাথ সব কা বিকাশ'-এরও বিরোধী।''

সূত্র: এনডিটিভি

অনলাইন আপডেট

আর্কাইভ