শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ. আফ্রিকার বড় জয়

জিম্বাবুয়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৬৪ রানের বড় জয় পেয়েছে। তবে জিম্বাবুয়ের স্কোরটাও যে নিতান্তই ছোট তা কিন্তু নয়। দক্ষিণ আফ্রিকার বেঁধে দেয়া ৩৫১ রানকে তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলে। জিম্বাবুয়ের এ রানের নায়ক হচ্ছেন ব্রেন্ডেন টেইলর। তিনি একাই তুলেছেন অপরাজিত ১৪৫ রান। ১২টি চারের সাহায্যে এ রান তুলতে তিনি ব্যবহার করেছেন ১৩৬ বল। এছাড়া আর কেউ তেমন রান করতে না পারলেও দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ করেছেন মাসাকাদজা (৩০)। দক্ষিণ আফ্রিকার পক্ষে থ্যারন ৩টি, বোথা ২টি ও পারনেল ১টি করে উইকেট শিকার করেন। এর আগে ৩ ম্যাচ সিরিজের ওভালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে। কলিন ইনগ্রাম ও হাসিম আমলার সেঞ্চুরির ওপর ভর করে তারা ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান করে। ইনগ্রাম ১২৬ বলে ২টি ছয় ও ৮টি চারের সাহায্যে ১২৪ রান করেন। এ ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক। অন্যদিকে আমলা ১৪টি চারের সাহায্যে ৯৬ বলে করেন ১১০ রান। এছাড়া দলের পক্ষে মিলার ৩১ বলে ২টি ছয় ও ৫টি চারের মাধ্যমে ৫১ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে একমাত্র ৪ উইকেট পান হ্যামিলটন মাসাকাদজা। আর এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ