শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চাকরিচ্যুত করার অপতৎপরতায় বিএফইউজে ডিইউজের নিন্দা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহনওয়াজ, কাসেম মাহমুদ ও ফারুক আহমেদ মোল্লাকে চাকরিচ্যুত করার জন্য বাসস কর্তৃপক্ষের নানা অপতৎপরতার প্রতিবাদ ও নিন্দা জানিয়ছেন। তারা এ ধরনের তৎপরতা বন্ধ করতে বাসস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়েছেন তাদের চাকরিচ্যুত করা হলে তা বিনা চ্যালেঞ্জে যেতে দেয়া হবে না। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এমএ আজিজ এবং ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বাসস থেকে ভিন্নমতের সাংবাদিকদের চাকরিচ্যুত করার নানা অজুহাত খোঁজা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ছুতায় অনেককে চাকরিচ্যুত করা হয়েছে এবং বর্তমানে অন্যায়ভাবে মোহাম্মদ শাহনওয়াজ, কাশেম মাহমুদ ও ফারুক আহমেদ মোল্লাকে বাসস থেকে বিদায়ের পাঁয়তারা চলছে। যা অত্যন্ত দুঃখজনক। বাসস কর্তৃপক্ষের এই একচোখা নীতিতে বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা জাতীয় ভাবমর্যাদা হারিয়ে দলীয় প্রোপাগান্ডা মেশিনারীতে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ ভিন্নমতের সাংবাদিকদেরকে বাসস থেকে বিদায়ের এই ন্যক্কারজনক কাজ থেকে বিরত থাকার জন্য বাসস কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আমরা অন্যায়, অযৌক্তিক ও বেআইনি এসব কার্যক্রম প্রতিহত করতে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো। ফলে যে কোন অনাহূত পরিস্থিতির দায়ভার বাসস কর্তৃপক্ষ ও সরকারকে নিতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ