শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দশদিনের মধ্যে জবাব দেবে পিসিবি

স্পোর্টস ডেস্ক : দশ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পাকিস্তান টাস্ক টিমের (পিটিটি) সুপারিশের জবাব দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির 'চিফ অপারেটিং অফিসার' সুবহান আহমেদ বলেন, ‘‘আমরা প্রতিটি সুপারিশের চুলচেরা বিচার বিশ্লেষণ করছি। আমাদের পর্যবেক্ষণ লিখিতভাবে দশদিনের মধ্যে আইসিসিকে জানানো হবে।’’

পাকিস্তানের ক্রিকেটকে শক্তিশালী করে তোলার জন্য হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পিটিটি ৩৮ পৃষ্ঠার একটি প্রতিবেদনে ৬৩টি সুপারিশ করে। এতে পরামর্শ দেয়া হয় ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক আবারো শুরু করার।

বিশেষ করে, দল নির্বাচন ও খেলোয়াড়দের সঙ্গে চুক্তিসহ কয়েকটি সুপারিশের ব্যাপারে নাখোশ পিসিবি। সেই সঙ্গে পিসিবি এ কথাও বলেছে যে, এগুলো দিক-নির্দেশনা মাত্র এবং তা বাস্তবায়ন করতে পিসিবি বাধ্য নয়।

 বোর্ডের এক কর্মকর্তা সুপারিশগুলোকে পিটিটির পর্যবেক্ষণ হিসেবে অভিহিত করে বলেন, ‘‘এগুলো নির্দেশ নয় বলে অবশ্য পালনীয় কিছু নয়। এগুলো মেনে নিলে বোর্ড পরিচালনার প্রক্রিয়া শক্তিশালী হবে। তবে কি গ্রহণ করা হবে না হবে, তা বোর্ডই ঠিক করবে।’’

পিসিবির নির্বাহী কমিটির এক সদস্য বলেন, পিটিটি রিপোর্ট চূড়ান্ত করার আগে বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য একবারও পাকিস্তানে আসেনি। আরেকজন বোর্ড সদস্য বলেন, ‘‘পাকিস্তানে কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসবে তারও কোনো রূপরেখা প্রতিবেদনে নেই, এটা আমাদের জন্য খুব হতাশার।’’

পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদও কয়েকটি সুপারিশের সমালোচনা করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোন মানের বল ব্যবহার হয় কিংবা দল নির্বাচন নিয়ে ভাবা পিটিটির কাজ হতে পারে না। এগুলো পিসিবির নিজস্ব ব্যাপার।’’-বিডি নিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ