শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফ্যাসিস্ট সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই --এডভোকেট জুবায়ের

 সিলেট ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর শাখার আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হলে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির ঐক্যের বিকল্প নেই। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এ জালিম সরকারকে উৎখাত করা কঠিন হবে। সকল ছোটখাট মতভেদ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে সকল ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ক্ষমতায় এসে আজ গণতন্ত্রের কবর তারা রচনা করেছেন। মাত্র কিছুদিন পূর্বেও যারা দেশ পরিচালনায় বলিষ্ঠ অবদান রেখেছিলেন, সময়ের ব্যবধানে আজকে তাদের ওপর যে ধরনের জুলুম আর নির্যাতন করছেন তা এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। জাতীয় নেতৃবৃন্দের ওপর বর্বর পুলিশী হামলা, হরতাল কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে বাধাদান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে  গতকাল শনিবার বাদ আসর নগরীর জিন্দাবাজারে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তিনি সভাপতির বক্তব্য রাখেন। নগর জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর ডা. সায়েফ আহমদ, জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন, মহানগরী সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল  আহমদ, এডভোকেট জিয়াউদ্দিন নাদের, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুশ শাকুর, আব্দুল্লাহ আল মুনীম, মাওলানা মুজিবুর রহমান, মহানগর শিবিরের সভাপতি শফিকুল আলম মফিক ও সেক্রেটারি মাহমুদুর রহমান দেলোয়ার প্রমুখ। আওয়ামী ডিজিটাল দুঃশাসন সর্ম্পকে নেতৃবৃন্দ আরো বলেন, অতীতে কোন স্বৈরাচার ও দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। গণআন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে। তাই বর্তমান সরকারকেও ভুলে গেলে চলবে না শোচনীয় অপমানজনক পতন  আপনাদের জন্য অপেক্ষা করছে। পুলিশ প্রশাসনকে দলীয় কর্মীর মত ব্যবহার করে তাদের মেরুদন্ড শেষ করে দেয়া হচ্ছে। এটা জাতির জন্য অশুভ সংকেত, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সর্বনাশ করে বিদায় নিয়েছে, এটি একটি ঐতিহাসিক বাস্তবতা। দেশে হাজারও সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও শুধুমাত্র বিরোধীদলকে কাবু করতে সরকার মরিয়া, দেশের সামগ্রিক অর্থনীতি আজ ভংগুর, গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যায় জাতি দিশেহারা, সকল বিনিয়োগে মন্দাভাব, রাস্তাঘাটের বেহাল দশা অথচ এগুলোতে তাদের কোন মাথা ব্যথা নেই। বিরোধীদের দমনপীড়ন আর ভারত তোষণই আওয়ামী সরকারের একমাত্র কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ