শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

রোজা থেকেও

কাজী রিয়াজুল ইসলাম

রোজা থেকেও বুঝলো না যে

গরীব-দুখীর ক্ষুধার জ্বালা,

বুঝবো তবে শয়তান তারই

হৃদয়-ঘরে মারলো তালা।

রোজা থেকেও পারলো না যে

হিংসা-গীবত ঠেলতে দূরে,

বুঝবো তবে হৃদয়-ঘর তার

একেবারেই গেছে পুড়ে।

রোজা থেকেও পারলো না যে

ক্রোধ আগুনে ঢালতে পানি,

বুঝবো তবে বিবেকটা তার

টানছে শুধুই মিথ্যার ঘানি।

রোজা থেকেও পারলো না যে

মনটা করতে স্বচ্ছ-খাঁটি,

বুঝবো তবে জীবনটা তার

একেবারেই হলো মাটি।

অনলাইন আপডেট

আর্কাইভ