বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : গত মঙ্গলবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের সোনারামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে ৫জন আহত হয়। তাদের মধ্যে সোহাগ মিয়া (৩৫), মার্শাল মিয়া (১৮) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ডাকাতদল বাড়ির ১২ ভরি স্বর্ণালংকার নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া জানান, গতকাল মঙ্গলবার ভোরে ১২/১৪ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা বাড়ির মালিক আব্দুল জলিল মিয়াসহ সবাইকে বেঁধে ফেলে। আলমারিতে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে দ্রুত চলে যায়। পরে ডাকাতরা পার্শ্বের বাড়িতে গিয়ে বাড়ির গেইটের তালা ভেঙ্গে ঢুকলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতরা সোহাগ মিয়া (৩৫), মার্শাল মিয়া (১৮) সহ ৫জনের ওপর হামলা চালায়। পরে তাদের মধ্যে ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান ডাকাতির ঘটনা অবগত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ