মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

প্রধানমন্ত্রীর আগমনে বিতরণ করা খিচুড়ি খেয়ে বানেশ্বরে শতাধিক নারী-পুরুষ অসুস্থ

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে অংশনিতে যাবার পথে বানেশ্বরে বিতরণ করা খিচুড়ি খেয়ে গত দুই দিনে শিশুসহ প্রায় শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বেশ কয়েকটি বাস বানেশ্বরের পীরের ঢালান নামক স্থানে দাঁড় করিয়ে তাদের সঙ্গে আনা প্যাকেটের খিচুড়ি খায় এবং রাস্তার পার্শ্বে বিভিন্ন বাড়ি থেকে পানি পান করে। পানি পান করা শেষে তারা তাদের অতিরিক্ত খিচুড়ির প্যাকেট রাস্তার পার্শ্বে শিশুসহ বিভিন্ন নারী-পুরুষদের মধ্যে বিরতণ করেন। বিতরণ করা এ সব খিচুড়ি খেয়ে বানেশ্বরের খুটিপাড়া (পূর্বপাড়া) নামক স্থানে গতকাল শনিবার শিশুসহ প্রায় শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্যালাইনসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর অসুস্থরা হলেন, খুটিপাড়া এলাকার বছিরের স্ত্রী মিনা (৩০), আক্কাসের ছেলে মকসেদ (৪০), মকসেদের ছেলে রুবেল (২০), মুককেল (১৬), মেরী (১৬), শুকমন (১২), লালমন (১০), আসাদের স্ত্রী ময়না (২৫), আসাদের ছেলে আশিক (৭), মুন্নি (৫), দইমুদ্দিনের ছেলে শরিফুল (৩৫), আমির (৪০), আমিরের স্ত্রী মর্জিনা (৩৫), মোশাফের স্ত্রী শাপলা (২২), রবিউলের স্ত্রী লাবনী (২০), মোসার মেয়ে মৌসুমী (১০) আইনুদ্দিনের মেয়ে রাখি (১২), মোফার স্ত্রী জয়নব বেগম (৩৫), আজাদের ছেলে হাবিব (১৮), হাসিদের ছেলে জনি (১০), ময়নুদ্দিনের ছেলে দেলোয়ার (১০), সোরাফের মেয়ে সুলতানা (১৫), সাদ্দাম, মজিদের ছেলে শিমুল (৬), মজিদের স্ত্রী রেহেনা (৪০) জলিলের মেয়ে শাবনাজ (১৪), আইনুদ্দিনের স্ত্রী আজেদা (৩০), জনাব আলীর স্ত্রী মাছুরা (৩০) সহ প্রায় শতাধিক শিশুসহ নারী-পুরুষকে পুঠিয়া, রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বিতরণ করা প্যাকেটের ওপরে স্থানের নাম উল্লেখ না থাকলেও প্যাকেটের ওপরে দুইটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে (প্রস্তুতকারক-অপরুপা বক্স, মোবাঃ ০১৭১৯-৫৩৪৭৮৯, ০১৭৫৯-১৯১৬৪২)। মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, এই প্যাকেট আমরা তৈরি করে বাজারে বিক্রি করি। যে কেউ ক্রয় করে বিভিন্ন ধরনের জিনিস প্যাকেট করে বাজারজাত করতে পারে। কে বা কারা এ খিচুড়ি প্যাকেট করেছে আমরা সঠিক না জানলেও সিরাজগঞ্জের বেলকুচি থেকে এই খিচুড়ি প্যাকেট করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় চিকিৎসক গণ জানান খিচুড়ি পলিথিন প্যাকেটে রাখার কারণে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে খাবার অনুপযোগী হয়ে পড়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

অনলাইন আপডেট

আর্কাইভ