মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

বান্দরবানে সিএইচটি কমিশনের সফর প্রতিহত করা হবে

বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে সিএইচটি কমিশনের সফর এবং উপজাতীয় নেতাদের সাথে গোপন বৈঠকের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাবে বাঙ্গালী ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি কামরান ফারুক। সংবাদ সম্মেলনে ছাত্র পরিষদ নেতৃবৃন্দ বলেন, সিএইচটি কমিশন যদি বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কোথাও রাষ্ট্রবিরোধী কাজে এবং দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আসে তাহলে তাদেরকে এখানে প্রবেশ করতে দেয়া হবেনা। তাদেরকে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি শেখ মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দীন, বান্দরবান সরকারী কলেজ শাখার সভাপতি মঞ্জুর আলম। উল্লেখ্য যে, সিএইচটি কমিশনের ৪ সদস্যবিশিষ্ট একটি দল গত শুক্রবার বিকেলে বান্দরবান আসেন। গত শুক্রবার সন্ধ্যায় উজানী পাড়াস্থ ত্রিপুরা কল্যাণ সংসদের কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতাদের সাথে  গোপন বৈঠকে মিলিত হয়। এসময় বৈঠকে বান্দরবান জেলা প্রশাসকের এনডিসি মোঃ রাশেদুল ইসলাম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতারা এনডিসিসহ গোয়েন্দা সংস্থার লোকজনকে বের হয়ে চলে যেতে বলেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতাদের কথা মত তারা চলে না যাওয়ায় বৈঠক বন্ধ করে সিএইচটি কমিশনের সদস্যরা চলে যায়। এ বিষয়ে এনডিসি মোঃ রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী কোন বিদেশী নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে কোন গোপন বৈঠক বা ষড়যন্ত্র করতে পারে না। কিন্তু সিএইচটি কমিশনের সদস্যরা সরকারের আদেশ অমান্য করে প্রশাসনের অনুমতি ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সাথে গোপন বৈঠক করার চেষ্টা চালায়। তাদের গোপন বৈঠক না করতে নিষেধ করা হলে তারা বৈঠক না করে চলে যায়। অপর একটি সূত্র জানান, মূলত সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার সংক্রান্ত কাজ করার নামে নিরীহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উস্কানি দিয়ে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সূত্র আরো জানায়, গত শুক্রবার গোপন বৈঠকে কমিশনের সদস্যরা আগামী ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূতি উপলক্ষে নানা কর্মকান্ড সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং আদিবাসী স্বীকৃতি আদায়ে সরকারে বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নানা কৌশল তুলে ধরছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ