বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পদ্মা সেতু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি -অর্থমন্ত্রী

বিডি নিউজ : পদ্মা সেতু নির্মাণে ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা থাকলেও এ প্রকল্পের অর্থায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মালয়েশিয়া সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) পদ্মা সেতু নির্মাণে আগ্রহ দেখিয়েছে উল্লেখ করে মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘যদি পিপিপিতে যাব বলে মনে করি- এর আগে যাদের সঙ্গে চুক্তি হয়েছে তা প্রত্যাহার করতে হবে।’’ ‘‘বিশ্ব ব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নিয়ে কথাবার্তা এখনো শেষ হয়নি। তারা ঋণের কার্যকারিতার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে। তবে তা গ্রহণযোগ্য নয়’’, যোগ করেন তিনি। এর ব্যাখায় তিনি বলেন, ‘‘এখন আমাদের কতগুলো কাজ করতে হবে। পদ্মা সেতুতে নতুন উপায়ে অর্থায়ন করা হলে বিশ্ব ব্যাংকসহ চারটি সংস্থার কাছে বলা হবে- তোমরা কীভাবে কি করতে পার। দুটি উপায় আছে- একটা সরাসরি ঋণ, অন্যটি পিপিপি। তবে পিপিপি খুব ব্যয়বহুল। এটি যেহেতু বড় প্রকল্প, আমরা চাইব আরো বিনিয়োগকারীকে নিয়ে সরাসরি করা যায় কি না’’, বলেন অর্থমন্ত্রী। অবশ্য পদ্মা সেতুতে মালয়েশিয়ার বিনিয়োগের প্রস্তাবটি ‘সম্পূর্ণ ভিন্ন' উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘‘এটা পিপিপির অফার। আমি এটা জানি না। এটা ওরা (যোগাযোগ মন্ত্রণালয়) জানে।’’ পদ্মা সেতুতে নতুন অর্থায়ন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হলে আগে চুক্তি হওয়া বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে ওই অর্থায়ন স্থগিত করার পর মালয়েশিয়া এ সেতু নির্মাণে আগ্রহ দেখায়। এ বিষয়ে আগামী ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ