শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিশ্বকাপ বাছাই ফুটবলে হেরেছে রোনাল্ডোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের খেলায় স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস জিতেছে। তবে রাশিয়ার কাছে হোঁচট খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচটিতে ১-০ গোলের ব্যবধানে হেরে যায় তারা।ইউরো-বিশ্বকাপ-ইউরো ত্রিপল শিরোপা জয়ী স্পেনের কাছে গোল বন্যায় ভেসেছে বেলারুশ। ‘আই গ্রুপের খেলায় পেড্রো রুদ্রিগেজের হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় বেলারুশ। ম্যাচটি জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্রান্সকে সরিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ওঠে এসেছে ক্যাসিয়াসরা। বুধবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ‘এইচ' গ্রুপের খেলায় ওয়েন রুনি ও ড্যানিয়েল ওয়েলবেকের জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে সান মারিনোকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ওঠে এসেছে ইংল্যান্ড। ‘জি' গ্রুপের খেলায় গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র করেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বসনিয়া-হার্জেগোভিন। সাইপ্রাসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে ওঠে এসেছে স্লোভাকিয়া। বসনিয়া-হার্জেগোভিনা, সেলাভাকিয়া ও গ্রিসের পয়েন্ট সমান-৭। ‘ডি' গ্রুপে বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডস ও রোমানিয়ার জয়রথ অব্যাহত রয়েছে। ৩ খেলায় সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা নেদারল্যান্ডস ওঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ঘরের মাঠে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস আর তুরস্ক থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে রোমানিয়া। ‘সি' গ্রুপের খেলায় রিওস ও ক্রসের জোড়া গোলে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জার্মানি। ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জার্মানি বুধবার সুইডেনের বিপক্ষে খেলবে। ফারো আইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সুইডেন।‘বি' গ্রুপে আর্মেনিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা ইতালি ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। একই ব্যবধানে ঘরের মাঠে মাল্টাকে হারিয়ে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে ‘এফ' গ্রুপের খেলায় ঘরের মাঠে হেরে গেছে পতুর্গাল। আলেক্সান্দার কারজাকভের ৬ মিনিটের গোলে পর্তুগালকে হারিয়ে ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রাশিয়া। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। টোমার হামেদের হ্যাটট্রিকের সৌজন্যে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ওঠে এসেছে ইসরায়েল।

অনলাইন আপডেট

আর্কাইভ