শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বিএনপি -ব্যারিস্টার মওদুদ

স্টাফ রিপোর্টার : বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। চীন সফর শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, এ নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়াই ছিল অনৈতিক। শুরু থেকেই আমরা এ নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ করে আসছিলাম। সরকার তাদের ইচ্ছেমতো তাদের অনুগত লোক দিয়ে এ নির্বাচন কমিশন গঠন করেছে। তিনি আরও বলেন, কোন পদ্ধতিতে আগামী নির্বাচন হবে তা ঠিক করার দায়িত্ব সরকারের। এরইমধ্যে দেশের সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু সরকার জনগণের এ দাবি অবজ্ঞা করে তাদের অনুগত কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। জনগণ সরকারের  সেই আশা পূরণ করতে দেবে না। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মেনে নেবে না। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঈদের পরে নির্বাচন কমিশন বৈঠক করবে বলে সিইসির দেয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ