মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
Online Edition

মালদ্বীপে মাজিয়া-বসুন্ধরা কিংস ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার: এএফসি কাপে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে আজ মঙ্গলবার মাজিয়া স্পোর্টসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রোববার মালদ্বীপের মালেতে পৌঁছেছে বসুন্ধরা কিংস। মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সারতে সন্ধ্যায় অনুশীলনে নামার কথা ছিল অস্কার ব্রুজোনের দলের। কিন্তু বাগড়া দিয়েছে বৃষ্টি। মাঠে গেলেও ভারি বৃষ্টির কারণে স্থগিত রাখা হয় অনুশীলন। ফুটবলারদের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে কিংসের কোচিং স্টাফ। এরপর হোটেলে ফিরে জিমে গা গরম করেছেন রোবিনহো-দরিয়েলতনরা।

মাজিয়ার বিপক্ষে এর আগে দুইবারের মুখোমুখি সাক্ষাতে শতভাগ জয় বসুন্ধরা কিংসের। ২০২১ সালে ২-০ এবং গত আসরে ১-০ ব্যবধানে জিতেছিল তারা। মালদ্বীপের ক্লাবটির বিপক্ষে জয়ের রেকর্ড অক্ষুণœ রাখতে চায় কিংস। মালে থেকে কোচ অস্কার ব্রুজোন জানিয়েছেন, ‘আমার মালদ্বীপে কাজ করার অভিজ্ঞতা আছে। এখানকার পরিবেশ আমার চেনা। মাজিয়া সম্পর্কে ভালো জানি। গত দুই আসরে ওদের হারিয়েছি। এবারও হারানোর লক্ষ্য ঠিক করেছি। এবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে লম্বা সময় ধরে চলবে গ্রুপের ম্যাচগুলো। নিজেদের মাঠের সুবিধা আদায় করে নিতে চাইবে মাজিয়া। অ্যাওয়ে ম্যাচ বলেই ব্রুজোন বেশ সতর্ক, ‘প্রতিপক্ষের মাঠে খেলা সব সময়ই কঠিন। সব দিকেই আমাদের নজর রাখতে হবে। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জয় নিয়ে ফিরতে চাই আমরা। এই জয় আমাদের পরের ম্যাচে আরো ভালো করার আত্মবিশ্বাস জোগাবে।’ এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে কিংসের প্রতিপক্ষ ভারতের দুই ক্লাব ওড়িষা, মোহনবাগান ও মালদ্বীপের মার্জিয়া। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে। বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে গত মৌসুমে মোহনবাগান পরবর্তী রাউন্ডে খেলেছিল। এই আসরে মোহনবাগানের বিপক্ষে কিংসের অ্যাওয়ে ম্যাচটি ২৪ অক্টোবর কলকাতার পরিবর্তে ভুবনেশ্বরে আয়োজন করছে মোহনবাগান।

অনলাইন আপডেট

আর্কাইভ