-
নদী ভাঙনে বিদ্যালয় বিলীন হওয়ায় শিক্ষা থেকে ঝরে পড়ছে চরাঞ্চলের শিশুরা
গাইবান্ধা থেকে জোবায়ের আলী : একনা দিন কাম না করলি সোগগুলাক না খায়আ থাকা নাগে’-এমন কথায় বলছিলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মধ্য গলনা চরের পঞ্চম শ্রেণির প্রাক্তন শিক্ষার্থী মানিক মিয়া। পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিলো তার। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে নদীর কড়াল গ্রাসে যেমন তিন বার ভেঙ্গে গেছে স্কুল, তেমনি তিন বার ভিটে-মাটি হারিয়ে আজ নিঃস্ব তার পরিবার। এক সময় ওই চরে আধিপত্য করা মানিকের পরিবার ... ...