বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ হকি দলের লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে খেলা হচ্ছে না। আন্তজার্তিক হকি ফেডারেশনের অনুমোদন না থাকায় শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়া। বাংলাদেশ হকি ফেডারেশনের সেক্রেটারি খাজা রহমতউল্লাহ বলেন, এই টুর্নামেন্টে খেলতে হলে বিদেশী দলগুলোর জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) অনুমোদন লাগবে। কিন্তু টুর্নামেন্টের আয়োজক কমিটি সেই অনুমোদন নেয়নি। তাই বাংলাদেশসহ পাকিস্তান, ওমান ও মালয়েশিয়ার কেউ অংশ নিতে পারছে না টুর্নামেন্টে। এছাড়া এফআইএইচ'র অনুমোদন ছাড়া কোন দেশ অংশ নিলে সে দেশের ওপর শাস্তির খড়গ নেমে আসতে পারে। তাই বাংলাদেশ হকি ফেডারেশন এই ঝুঁকি নিচ্ছে না । ফলে ভারত থেকে বাংলাদেশ দল এ মাসের শেষ দিকেই দেশে ফিরে আসবে। উল্লেখ্য, নেহেরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্টে অংশ নিতে গত ১৩ নবেম্বর প্রায় ২০ দিনের সফরে ভারত যায় বাংলাদেশ জাতীয় হকি দল। ৪৯তম নেহেরু কাপ টুর্নামেন্টে আশানুরূপ পরফরমেন্স করতে পারেনি কোচ  মাহবুব হারুনের শিষ্যরা। তিন ম্যাচের দু'টিতে হেরে যাওয়ায় সেমিফাইনাল খেলা হয়নি জিমিদের। প্রথম ম্যাচে এয়ার ইন্ডিয়ার কাছে ৬-০ এবং দ্বিতীয় ম্যাচে ওএনজিসির কাছে ২-১ গোলে হেরে যায় জাহিদ বাহিনী। যদিও শেষ ম্যাচে আর্মি একাদশকে ৩-১ গোলে হারায় তারা। পরে লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য প্রশিক্ষণও শুরু করে জাতীয় হকি দল। কিন্তু হঠাৎ করেই দলকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত জানায় ফেডারেশন।

অনলাইন আপডেট

আর্কাইভ