বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

শীত

হাসান আলীম

 

লোকালয়ে নামছে তীব্র শীত,

ডোরাকাটা বাঘ হামলে পড়ে

লুটেরা সন্ত্রাসী তেড়ে আসে

খুলে ফেলে রেশম নেকাব

জরদ যৌবন যুবতীর মেঘচুল

লজ্জাবতী মেঘালয়;

স্বর্ণকৌটা লক্ষ বছরের

খুলে ফেলে আর যত দরকারী ঘ্রাণ।

আহা! মানুষ কি অসহায়

বেত্রাঘাতে-চাপাতি চুম্বনে

তরতাজা যুবকের খুলে ফেলে প্রাণ।

বরফ পড়ছে সমগ্র দেশে, শহরে বন্দরে

গাঁও গেরামের তপ্ত উঠোনে, চাতালে,

প্রতিবাদ শতধ্বনি শক্ত দেয়ালে আছাড় খেয়ে ফিরে আসে

লক্ষ্য ভেদ করে যায় না পামর বক্ষ।

বিশ্বাসঘাতক চর, বিদেশী দালাল চক্র

ঘিরে ফেলছে ঘর দোর, চেয়ার টেবিল, কেতাব কলম।

হায়েনারা রক্তঘ্রাণে উন্মুখ মাতাল

কখন নাজানি চিরে খায় সত্যের শুভ্রতা

জীবনের পেন্ডুলাম।

অট্টহাস্যে উল্লাসে নাচছে মাঘের শীত

শ্বেতভল্লুকের থাবায় রক্তাক্ত সম্ভ্রম সুঘ্রাণ।

অনলাইন আপডেট

আর্কাইভ